এত নির্লজ্জ হয় মানুষ কি করে?
এত বেহায়া হয় মানুষ কি করে?
ওরা মনুষ্যত্বের কথা বলে,
ওদের মনুষ্যত্ব আছে তো?
বাঙালির বুকে গুলি,গণতন্ত্র গিয়েছে মরে,
কথা বললেই গলার উপর পারা,
গনতন্ত্রের দেশে গণতন্ত্র রবে মরে পড়ে।
ওরা আবার মনুষ্যত্বের কথা বলে!
ওদের কথা শুনলে আমার বিকট হাসি পায়,
এতোগুলো মায়ের বুক খালি হলো
এতো মায়ের কান্না, বৃথা যেতে পারে না।
এতোগুলো মানুষের চোখের কান্না ,
ওরা কি শুনতে পায় না?
ওরা পশুর চেয়ে অধম,ওরা কুকুরের চেয়েও অধম।
এখন রাতে শান্তির ঘুম হয় না ,
কুকুরগুলো কখন না জানি ঘেউ ঘেউ করে ওঠে।
বারবার লিখতে গিয়ে মুছে দিতে হয়,
কি লিখব ভেবে পাইনা,কি জানি কি হয়।
তুমি,আপনি,আপনারা এখনো নিঃশ্চুপ?
মানুষের মৃত্যুতে, মানুষের আকুতিতে আপনার মন
কেঁপে উঠে না? বুনোসুয়োর হয়ে বেঁচে না থেকে,
নিজেকে মৃত দাবি করেন।
আপনার মা-বোনের গায়ে হাত,কাপুরুষ,
এখনো দরজা আর জানালার থাই লাগিয়ে ঘুমাচ্ছো?
কত রাজা, মহারাজা, বিত্তবান-ক্ষমতাবান নেতা,
মাটির নিচে তলিয়ে গেছে,বাহাদুরি সব শেষ।
মরতে তোমায় হবে,মরার পরে বুঝবে তুমি বেশ।
এই দেশেতে গুলি খেয়ে মরবে মানুষ,
এই কি সোনার বাংলাদেশ?