নানা আর নানু, আমার দুই চোঁখের দুই মনি।
নানু আমায় আদর দিয়ে, করছে এতখানি।
নানী আমায়, আদর দিয়ে দেয় উপদেশ- বানী।
নানা তুমি,হাজার বেঁচে থাকো, এই দোয়াই করি।
বড় হয়ে আমি যেন, তোমার মুখ উচ্ছ্বাসিত করি
নানু তুমি সুস্থ থাকো, বেঁচে থাকো বেশ
তোমাদের কথা মেনে গড়তে পারি, নতুন দেশ।