একদিন মুজিব ডাক দিয়েছিলো এক-
এবারের সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম।
সেই এক ডাকে সাড়া দিয়েছিলো
সাড়ে সাত কোটি বাঙালি।
ভাইটা আমার দিয়েছিলো জান,
রক্ষা করতে স্বাধীনতার মান,
রক্ষা করতে মুজিবের কথার দাম।
বোনটা আমার ইজ্জত দিয়েছিলো,
শুধু স্বাধীন এক পতাকা চেয়েছিলো।
মা কেঁদে ছিলো ভাই হারানোর শোকে,
বোন হারানোর শোকে।
হঠাৎ এক দস্যুর ঝাঁঝড়া বুলেট
বিধলো মায়ের বুকে।
মা মা বলে, মা হারানোর শোকে ৪৭ বছর ধরে
ঘুরছি বাংলার পথে পথে।
আমার ভাইটা জীবন দিয়েছিলো
এক সুন্দর সোনার বাংলার জন্য।
স্কুল-কলেজে, বোমা-বাজি, ধর্ষণ
কসম!এ মাটির,পবিত্র এ মাটি সাক্ষী আছে,
আমার ভাইয়ের এই চাওয়া ছিল না!
আমার মা ভাই বোনের জীবন কি হাট বাজারের পণ্য?
স্বাধীন দেশের স্বাধীন মানুষ, স্বাধীনতাই আজ বিপন্ন!
ত্রিশ লক্ষ শহীদের জীবন দেওয়ার
এই কি ছিল মান?
এই নষ্ট বাংলা তবে কি শহীদদের জীবনের
এমনই দিচ্ছে সম্মান!
ক্ষমতার জোরে আজ চলছে দেশ।
কিছু সাধুরুপি মানুষ ধরে ভন্ডের বেশ,
ক্ষমতার মসনদে বসে আছে বেশ।
আহা এই লজ্জার নেই কি কোন শেষ?
আমার বোনের স্বাধীন পতাকার দেশ এটা না,
কসম!পবিত্র এ মাটির,ত্রিশ লক্ষ শহীদের দেশ এটা না।
কোথায় মুজিবের সৈনিক?
আমি তোমাদের খুঁজে খুঁজে মরি,
কোথায় তোমরা আজ।
রুখে দাঁড়াও এই অন্যায়ের বিরুদ্ধে,
ফিরিয়ে আনো ৩০ লক্ষ শহীদের সোনার বাংলা।
ফিরিয়ে দাও আমার বোনের পতাকা,
ফিরিয়ে দাও শেখ মুজিবের সোনার বাংলা।
কোথায় তোমরা আজ?
আমি তোমাদের খুঁজে খুঁজে মরি!