মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত,
সেই কবে থেকে, মৃত্যু কবে আসবে? আমায় নিয়ে যাবে,
পৃথিবীর মোহ - মায়া ত্যাগ করে পাড়ি জমাবো না ফেরার দেশে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমার চোঁখে ছানি পরে গেছে। আপনারা আমাকে অন্ধ ভেবে ভুল করবেন না,
আমি এখনো চোঁখে ঠাহর করতে পারি।
আপনারা জানতে চাইবেন না? কেনো এতো আক্ষেপ?
কেনো এতো ক্ষোভ? এই দুনিয়ার প্রতি কেনো এতো বিতৃষ্ণা? কসম খোদার আমার দুঃখ কষ্ট জানলে
আপনাদেরও বাঁচার কোনো ইচ্ছা থাকবেনা,
শুধু এই টুকুই বলি আমার দুঃখ-কষ্ট পাহাড় সম!
অপেক্ষার অবসান ঘটিয়ে দরজায় কড়া দিলো মৃত্যু যম।
হঠাৎ মৃত্যু এসে দরজায় কড়া নাড়ার পরে
আমি মোটেও আশ্চর্য হলাম না,
বিস্ময়ের কোনো লক্ষণও দেখা দিলো না।
মালাকুল মউত কে দেখে রুহ কিছুটা দীর্ঘশ্বাস ছাড়লো!
মৃত্যুর জন্য আমি প্রস্তুত, আমায় আলিঙ্গন করো।
আমার দেহ টা বাবার কবরের পাশে দাফন কোরো।
মসজিদের মিনার থেকে আমার মৃত্যুর খবর  
মানুষ কে দিয়ো না !
মসজিদের মাইকে মৃত্যুর খবর! হারাম,হারাম,হারাম !
মসজিদের মাইকে শুধু আযানের ধ্বনি প্রতিধ্বনিত হবে।
হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি পাপের বোঝা মাথায় নিয়ে পাড়ি জমাবো না ফেরার দেশে,
মৃত্যুর পরেও পাপ! এতো পাপের প্রায়শ্চিত্ত কি ভাবে করবো তোমরাই বলো?