গোধূলী বেলার লগ্নে,
আমি ছিলাম তোমার মগ্নে।
তোমার ঐ হরিণ দুটো চোখ,
আমার রোজ হারিয়ে যাবার শোক।
তোমার ঐ রেশমি ঘন কালো চুল,
আমার নিত্যদিনের নিত্যনতুন ভূল।
তোমার ঐ মিষ্টি গোলাপী রঙের ঠোঁট,
চুম্বন করার চেষ্টা বাড়িয়ে দিচ্ছে চোট।
তোমার ঐ বাহুতে মাথা রেখে বলতে চাই,
আমি সেই আগের মত,আমার ভিতরে নাই।
কতকাল ধরে তোমায় ছোঁয়ার তীব্র ইচ্ছে,
আমার এজন্মে বোধহয় ফাঁকি দিচ্ছে।
আমি হারিয়ে খুঁজি তোমায় রোজ,
ধূলো জমা ডায়েরির স্তূপ,নেওয়া হয়নি খোঁজ।
মনের ভিতরে জমতে থাকা মেঘ,
বৃষ্টি হয়ে ঝরে পড়ুক সব আবেগ।