মায়ের জন্য জীবন, মায়ের জন্য ভালবাসা।
মায়ের জন্য এই পৃথিবীতে আশা।
মায়ের জন্য লেখা কোটি ছড়া, গান-কবিতা।
নিজে না খেয়ে, সন্তানের পেটটি করান মাতা।
মায়ের জন্য লক্ষ কোটি স্বপ্ন ও আশা।
মায়ের জন্য হৃদয়ের সবটুকু ভালবাসা।
মা-তার আঁখি জল ফেলে, সারাটি জনম কষ্ট করে।
মা-এর ঋন শোধ দিতে পারে,এমন মহামানব কে রে?
সন্তান বড় হয়ে মাকে ফেলে
দূরে একা, যায় যে চলে।
মা-তার চোখের জল ফেলে
সন্তানের জন্য দোয়া করে, বলে
আল্লাহ আমার সন্তানকে রাখিও তুমি ভালো,
ভূল ত্রুটি ভুলে, তাকে দেখিয়ে দাও আলো!
সন্তানের কষ্ট দেখে, মায়ের বুক ছটফট করে।
সেই সন্তান, মাকে ভুলে, কেমনে থাকে রে ?
জোর হাত মুনাজাত, পৃথিবীর সব মা জননী,
সন্তানের ঘরে প্রদীপ হয়ে জ্বলুক,
মা নামক মানুষ গুলো, রানী হয়ে থাকুক!