মা আমার মা জননী,
দশমাস দশদিন গর্ভে ধরলেন যিনি!
প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করেছেন তিনি।
সেই মায়েরই কষ্টের ঋণ কি করে যাই ভুলি!
সন্তান যখন জনম নিলো,
খুশিতে মায়ের বুক জুড়ালো।
মা জননী ভিজে কাথায় ঘুমায়,
সন্তানেরই কষ্ট মায়ের সহ্য নাহি হয়।
সন্তান যখন কাদে ক্ষুদার জ্বালায়,
বুকের দুধ দিয়ে সন্তানের প্রাণ জুড়ায়।
সন্তানের মুখের এক ফোঁটা হাসি,
মা জননীর ভীষণ ভালোবাসি।
মা জননী বেঁচে থাকতে, ও ভাই
জান্নাত খোঁজো মায়ের চরণ তলে।
মা জননী কষ্ট পাইলে,
নামাজ,রোজা,হজ্জ,যাকাত যাইবে বিফলে।
কোরআনেতে আল্লাহ্ তায়ালা বলে,
সন্তানেরই বেহেশত মিলে মায়েরই পদতলে।