কোটা নাকি মেধা ?
মেধা মেধা মেধা!
৫২ দেখনি যারা,তারা আজ রাজপথে দেখে যাও
২৪ এসে আবার ছাত্ররা লড়ছে,ওদের জয়গান গাও।
শাহবাগ, টিএসসিতে আসো, ঢাকার রাজপথে দেখো,
লাখো তরুণ ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে, অনাগত শেখো।
ওরা অদম্য-সাহসী ,ওদের কে দেখো,
হে আগামীর অনাগত ওদের থেকে শেখো।
ক্ষমতার নামে বিত্তবান - শিক্ষিত দেশ লুটছে,
বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙ্গে কি ভাবে ওরা ছুটছে ।
পুলিশের ব্যারিকেড ভেঙ্গে দিয়ে এগিয়ে যাচ্ছে দূর্বার ,
ওড়া নির্ভয়,ওড়া থেমে গেলে জাতি উঠে দাঁড়াবেনা আর।
পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে হাঁকছে ডংকার,
ওড়া বিদ্রোহী, ওদের রুখে সাধ্য কার? সাধ্য কার?
ঐ শিক্ষা নীতির মুখে থু থু, কোটা প্রথা যাক দূরে,
মেধা হোক ঘরে ঘরে,মেধার জয়গান গাও সুরে সুরে ।