একটি ছেলে, সকাল হলেই উঠে সবার আগে।
খোদার কাছে মাঙচি চেয়ে, দিবস-রজনী জাগে।
একটি ছেলে ভাবতে থাকে, সূর্যকে তার খোদা বলে।
সূর্য যখন অস্ত যায়, এ কেমনে মোর খোদা হয় ?
রাতের আকাশে চাঁদ, সকাল হলেই অস্ত যায়,
ভাবুক ছেলেটি ভাবতে থাকে, মনে মনে বলে,
যে অস্ত যায় সে মোর খোদা! নাহি বলাই চলে।
কেমন করে দিনের পরে রাত হয়, রাতের পরে দিন,
নির্জনে সে খোদাকে ডাকে।
ভাবতে থাকে তোমায়-আমায়, নভোমন্ডলী
প্রকৃতিটা সৃষ্টি করেছে কে?
অবশেষে খোদা ভাবুক ছেলেটির ডাকে দেয় সাড়া
আলোর পথ দেখিয়ে বলে, এ পথে পা বাড়া
ভাবুক ছেলেটি আর কেউ না,মুসলিমদের জাতির পিতা, ইব্রাহীম খলিলুল্লাহ, তাঁর নাম আল্লাহ প্রদত্ত রাখা।


(২০১৭ সালে লেখা, খুবই কম বয়সে লিখে ছিলাম।
ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)