ফাগুন মাস এলো বছর ঘুড়ে।
ফাগুন এলো বাংলার মানুষের দ্বারে।
ফাগুন মাস এলে, ভাইয়ের কথা মনে পরে!
ফাগুন মাস এলে, ভাষাশহীদের কথা, মনে পরে!
ফাগুন মাস এলে, মায়ের বুকে আগুন জ্বলে।
ফাগুন মাস এলো, বোনের বুকের আঁচল তলে।
ফাগুন মাস এলে, বাবার বুকের কান্নারা সব ডুকরে ওঠে, ফাগুন মাস এলে, সোনালী ফসল ফলে মাঠে-মাঠে।
ফাগুন মাস এলে, বর্ণমালাগুলো মাথা জাগিয়ে তোলে। ফাগুন মাস এলে, রাজপথের ধুলোয় বন্থি শিখা জ্বলে।
ফাগুন মাস এলে, রাজপথে বৃষ্টির মত রক্ত পরে,
ফাগুন মাস এলে, রক্তজবার পাতাগুলো যায় ঝরে।
ফাগুন মাস এলে, গুলির শব্দ ঠা-ঠা যায় বয়ে,
ফাগুন মাস এসে, ভাষা শহীদের ব্যাথাগুলো দেয় জাগিয়ে।