আমাদের এই আয়োজনে।
আছেন যত গুরুজনে,জ্ঞানে-গুনে!
বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা তাদের তরে
ইতিহাসে লিখা থাকবে,তাদের নাম যারে যারে।
তারা শিক্ষার-গুনে আলোকিত জাতি
বাংলার ঘরে-ঘরে তারা মানুষের জ্ঞাতি।
তাদের জ্ঞানে যা ছিলো, বিলিয়ে দিয়ে
আলোকিত করেছে, প্রতিটি মঞ্চে গিয়ে।
তাদের কথা ভুলবোনা কোনদিন।
তাদের স্মৃতিটুকু থাকবে অমলিন।
স্বর্ণের অধিক দামী,তারা মহান একেক নেতা।
কোটি বাঙ্গালির দেশে রবে স্বর্ণাক্ষরে লেখা।