মিষ্টি সুরের মিষ্টি পাখি,
বন্ধু তোমায় ভালোবাসি।
বন্ধু তুমি খোলো আঁখি,
তোমার পানে চেয়ে আছি।
বন্ধু তুমি রাগ করেছো নাকি?
বন্ধু তোমার অশ্রু দেখে,
দু'চোখ দিয়ে অশ্রু ঝরে,
হৃদয় আমার যায় যে ভেঙ্গে!
বন্ধু তোমায় নিয়ে একটা স্বপনো,
তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো।
বন্ধু তোমায় শিশির কণা থেকে
কুড়িয়ে পাওয়া।
বন্ধু তোমায় এতো সহজে যায় কি
ভুলিয়ে যাওয়া!