গ্রামেতে জন্ম আমার গ্রামেতে থাকি।
পড়ালেখা করতে আমি বিদ্যালয়ে আসি।
অংকের মাস্টার,নাম তার মজিদ দফাদার।
খাতির করেনা কারো সাথে,পাথর দিল তার।
বিজ্ঞান স্যার,নাম যার কার্তিক চন্দ্র দাশ।
ক্লাসে ঢুকেই করেন সবার গোপন সব ফাঁস।
হেডমাস্টার পান্না, মেরে উঠিয়ে দেন চামড়া।
রোজ বলতেন,পড়ালেখা কেন করিস না দামড়া?
ক্লাসের সবার খুবই প্রিয়, ইংলিশ ম্যাডাম রিপা।
কার কথা যেন মনে পড়লে একাকিত্বে পুড়তেন!
ক্লাসে ঢুকে চুপি স্বরে আমাদের কে বলতেন,
"পোলাপান কাউকে যেন,যেতে দেখি না ঐ চিপা।"
ক্লাস শেষে রোজ, ছুটে যাই বিদ্যালয়ের মাঠে,
বিকেল হলেই দেখা যায়,কেউ মাঠে,কেউ ঘাটে।
বিদ্যালয় তো নাহি ভাই মনে হয় জেলখানারই বেড়ি।
জেলখানারই ভেতর তাই,জীবন চলার পাথেয় গড়ি।
পড়ালেখা করে আমি জ্ঞান অর্জন করি।
ভূল ত্রুটি থাকে শত,শোধরাতে চেষ্টা করি।
একদিন সব বন্ধুগুলো কে ছেড়ে, চলে যাবো বহুদূরে
বন্ধুরা, স্মৃতি গুলো সব জমা থাকবে বুকের পাঁজরে।
বিদ্যালয় টি হবে দেশের সেরা,এই আমার আশা।
সবার মুখে নামটি শুনতে লাগবে তখন খাসা ।


(২০১৭ সালে লেখা )