গাছে গাছে সবুজ বেশ,
আমার সোনার বাংলাদেশ।
ফুলে - ফলেয় মধু ভরা,
লাখো শহীদের রক্তে গড়া।
পাখির গানের মিষ্টি সুরে, মুগ্ধ সবাই।
সোনার বাংলা,সোনার রূপে দেখতে চাই।
ছোট্ট শিশুর মিষ্টি হাসি।
বাংলাদেশ তোমায় ভালবাসি।
মাঠে - ময়দানে শিশু পাতাকুরাণী রা করে খেলা।
এমন সোনার বাংলাদেশে কাঁটাতে চাই জনম বেলা।
মাঠে ময়দানে কিশোরীর ঘুঙ্গুর দোলা।
বাংলাদেশ তোমায় করিনা কখনো অবহেলা,
হৃদস্পন্দন তুমি, এতো সহজে যায় কি ভূলা?
আকাশে উড়ে যায়,গাঙচিল, সাদা বোক,
আমার সোনার বাংলাদেশ চিরজীবী হোক।