উনিশ শত বায়ান্ন সালের কথা।
ফাগুন মাসে বুকের ব্যাথা।
ফুল ফুটেছিলো থোকা থোকা ।
জীবন দিয়েছিলো কয়েক খোকা।
নাজিমুদ্দিন ঘোষনা করেছিলো,উর্দুই হবে রাষ্ট্রভাষা। বাঙ্গালি তা চায়নি,চেয়েছিলো মাতৃভাষা,বাংলা ভাষা।বাঙালি শত বাধা পেরিয়েছিলো,
মাতৃভাষার জন্য জীবন দিয়েছিলো।
ভাষাশহীদের রক্তে রাজপথে লেখা হয়েছিলো অ আ, মাতৃভাষায় মা বলেছিলো, খোকা তুই ভাত খা।
খোকা আর খায়নি ভাত, পড়ে আছে চাল ভরা ধাম।
জীবন দিয়েছিলো, রক্ষা করতে, মাতৃভাষার দাম।
মা বলেছিলো, খোকা আয়, ঘরে ফিরে আয়।
ফিরবো আমি মাতৃভাষায়,দিলাম তোমায় অভয়!
মাতৃভাষায় বোন বলে, দাদা তুই আসবি কবে?
দাদা বলে, মাতৃভাষার দাম রক্ষা করব যবে।
বৃদ্ধ বাবা বলে, খোকা তুই কোথায় হারিয়ে গেলে?
খোকা বলে হারিয়েছি বাবা মাতৃভাষার আশ্রয় তলে।
শ্রদ্ধার সাথে স্মরণ করি, যাদের হয়না তুলনা।
যাদের রক্ত ঘামে লেখা আমাদের ক খ অ আ।