আমি আর আসবো না বলে,
পৃথিবীটা শোকে থরোথরো কাঁপে !
আমি আর আসবো না বলে,
অংশুমালী রৌদ্র প্রখর বাড়িয়ে দেয় তাপে।
আমি আর আসবো না বলে,
স্বচ্ছ আকাশ মুহূর্তে হয়ে যায় মেঘাচ্ছন্ন।
সবুজ গাছগাছালি, প্রকৃতিটা শোকাচ্ছন্ন।
আমি আর আসবো না বলে,
শোকে বিহ্বল আকাশের তারা গুলো খসে পড়ে।
নীলক্ষা আকাশ হতে শিলাবৃষ্টি আর বজ্র ঝরে।
আমি আর আসবো না বলে,
পাখিদের কান্নার কুঞ্জন শোনা যায় কদম্ব শাখে।
গ্রামে- গঞ্জে,ফেরিওয়ালারা হতাশার হাঁক হাঁকে।
আমি আর আসবো না বলে,
সড়ক মহাসড়কে প্রিয় মানুষগুলো হরতাল ডাকে।
অকুতোভয় মানুষগুলো দাঁড়িয়ে রাস্তার বাকে বাকে।
আমি আর আসবো না বলে,
মানুষগুলো শোকে বিহ্বল হয়ে মাটিতে লুটিয়ে কাঁদে।
সখা আর সখি দুঃখে- কষ্টে ঘর নাহি আর বাধে।
আমি আর আসবো না বলে,
চোখের সামনে আপন চেরাগ গুলো নিভে আসে।
অচেনা এত মানুষ আমাকে এত বেশি ভালোবাসে?
আমি আর আসবো না বলে,
মসজিদ-মন্দিরে মোল্লা,পুরোহিতরা সব অনশন করে।
আমায় বিদায় দিতে,নভোমন্ডলী-ধারা পুষ্পাঞ্জলি করে।
আমি আর আসবো না বলে,
দিবস-রজনী গণমাধ্যম মিডিয়ায় তোলপাড় চলে!
ওগো আমার প্রিয়তমা মিলি,
আমি আর আসবো না,বিদায় দাও,এইবার চলি।