আজও ভুলিনি তোমায় অরুণিমা
শীত থেকে গ্রীষ্ম আর
চৈত্র থেকে বৈশাখ
কত কালাতিক্রম গেছে অতীত হয়ে
কিন্তু তোমাকে ভুলে যাওয়ার ক্ষন
আজও কড়া নাড়েনি
বছর কেটে হয়েছে যুগে রুপান্তর
কত শত চড়াই-উতরাই পেরিয়ে
সুন্দর পৃথিবী আজ রোগাক্রান্ত
তোমার হয়েছে চন্দ্রমুখী সংসার
কিন্তু সকল আয়োজন ভেঙে
ভুলতে পারিনি তোমায়
বিরাণ এবুকে শুধু তোমারই আলাপন
মরা গাছের শুকনো পাতার মত
হালকা হাওয়ায় উড়ে গেছে
সুসজ্জিত স্বপ্ন শত
তবুও ভুলে যাব আমি
তোমাকে এমন দিন না আসুক
কখনও পড়বে না মনে
তোমাকে এমন মুহুর্ত না আসুক
তোমার ছবি ভাষাহীন দুচোখে কোনে
অবিরত অনবরত বিরামহীন ভাষুক