তোমার প্রেমে হয়েছি অন্ধ
ভুলেছি কি ভাল কি মন্দ
তোমার মনে মজেছে এমন
চাই না আর কোন ক্ষন
লাগাম ছেড়ে ছুটছে এ মন দীর্ঘ ব্যাপ্তিকাল
ছুয়ে দিতে তোমার মায়াজাল
দিনে-রাতে তোমার চিন্তা বাড়ছে অকারণ
জেগে জেগে স্বপ্নে মত্ত,প্রেমে ডুবেছে এ জংশন
সময়ের আড়ালে দুচোখের খেয়ালে
ছবির ফ্রেম হয়ে ঝুলছি তোমার দেয়ালে
বিস্তির্ণ মনে জাগ্রত সবুজ প্রেমের খেলা
প্রেম আসে তোমার নামে হেমন্ত-বসন্তের সারা বেলা
সকাল গেলে ভোর আসে নদী জল ছুয়ে ঢেউ তোলো
সব ভুলে দুয়ার খুলে ঠিকানা খুজি তোমার কুলে
ওই হৃদয়ের দোলনায় পরিনত এ হৃদয় খেলনায়
শুণ্য হতে ঠাই পেতে ক্লান্ত বেসামাল যন্তনায়
কি মহিনি মায়ার চাহনিতে করলে মগ্ন
বুকের কিনারে হৃদয়ের মিনারে ভালবাসার অগ্নিদগ্ধ
সে প্রেমের সাথে হওয়া হলো না পরস্পর
প্রেমে পড়েও রয়ে গেল অন্ধকার এ ঘর