একটা পেয়ালা
শুন্য সারাবেলা
তোমার প্রেমের অপেক্ষায়
দিন-রাত কেটেছে বিনিদ্রায়
কেটে গেছে কত বৃহস্পতি থেকে বুধ
বৈশাখের ঝড় থেকে চৈত্রের রোদ
কত জোনাক ফোটা রজনী
তবুও পেয়ালায় শুন্যের চোখ রাঙানী
সুর্য পুড়েছে অনাকাঙ্ক্ষিত গ্রহণে
পেয়ালা শুন্য তোমারই প্রয়োজনে
কবিতাও হারিয়েছে ছন্দের মহীনি
তবুও পেয়ালায় শুন্যের চাহনি
এক রাজ্যের আশা ঘিরে
সময়কে ঠেলে দিচ্ছি দুরে
কোন এক পুর্ণিমা রাতে
হাত রেখে হাতে
তুমি বাজাবে প্রেমের বেহালা
পুর্ণ হবে শুন্য পেয়ালা