ঘুম নেই দুটি চেখের পাতায়
চারিদিকে শ্মুনশান নীরবতার উল্লাস
জোনাকিরাও উকি দিচ্ছে না জানালার ফাকে
আলোহীন ল্যাম্পোস্টাও ঘোর অন্ধকারে
এমনিভাবেই কেটে যাচ্ছে নিশি
ভোর আসছে ছুটে আলোর হাত ধরে
নেই কোন অজুহাত, বিষন্নতার বেত্রাঘাত
আমার বিষন্নতার একটি নাম,,,,তুমি!!!
বিভিন্ন সান্ত্বনায় সামলে রেখেছি নিজেকে
কঠিন যন্ত্রণার মাঝেও আমাকে
ছুতে পারে না নিকোটিনের রঙিন ধোয়া
ভেবো না আমি বখে গেছি
দিনে-রাতে রক্তাক্ত করছি আমাকে
তোমাকে নিজের করে পায়নি বলে
তাঁরাও খসে পড়ে চাঁদকে একা করে
ভূপৃষ্ঠের বুকে উল্কা হয়ে
তোমাকে হারিয়েছি, আশির্বাদ হিসেবে নিয়েছি
কোথায় আছো?কেমন আছো??
ধরে নিচ্ছি ভাল আছো
কেননা পুরনো ঠোঁটে শোভা পেয়েছে নতুন নাম
তোমার ভাল থাকার মাঝে ভাল আছি আমিও
গুছিয়ে নিয়েছি সব,নেই আমি আগের মত
কান্না ভুলেছি,হাসিকে করেছি মুঠোবন্দি
শুধু যখন বিকেলের আকাশে তাকিয়ে দেখি
দুটো পাখি উড়ে যাচ্ছে পাশাপাশি
ঠিক তখনই মনে হয়
""পাখির মত সুখীও আমি নই""