একটা সম্পর্ক ঠিক যেন পাখির বাসার মত
গড়তে অনেক কাঠ-খড় লাগে
ভাঙ্গতে শুধু প্রয়োজন একটু সন্দেহের সুগন্ধ
এভাবেই শত শত অম্ল মধুর সম্পর্ক গুলো
ভেঙ্গে যায় কিছু কথাকে কেন্দ্র আর ব্যাসার্ধ করে
কিছু সম্পর্ক দানা বাধে কোন দলিল-দস্তাবেজ ছাড়াই
এবং রক্তের কোন বাধন না থাকা শর্তেও
রক্তের সম্পর্ক গুলো বিধাতার সৃষ্টি
আর বাকি গুলো সমাজতান্ত্রিক নিয়ম-নিতি
শৈশবের খোলস ছেড়ে কৈশরে পদার্পণ করলেই
উচ্চাভিলাষী হয়ে যায় আবেগের দুয়ার
সান্নিধ্য পেতে চাই মহিনি মায়ার কোন কিশোরীর
হাটি হাটি পা পা করতে করতে চলেও আসে সেই মাহেন্দ্রক্ষণ
টিপ টিপ করে গড়ে ওঠে প্রেম লীলা
আহা! সে কি প্রেম দুজনের!!
হাতে হাত আর চোখে চোখ রেখে পথ চলা
চলতে চলতে থমকে দাড়িয়ে স্বপ্ন দেখা
হঠাৎ একদিন সংবাদ ছাপা হয়
"আরো একটা সম্পর্কের ভাঙ্গন"
পত্রিকা হাতে নিয়ে এশহর থেকে ওশহর
এগলি থেকে ওগলি ছুটে বেড়ায় কোন এক টোকাই
আগ্রহ দেখায় না কোন পথচারী
কেননা বোকার শহরে গভীর ঘুমে আছন্ন নেই কোন নাগরিক
মায়ের কোলের শিশুও জেনে গেছে সম্পর্কের দৌড় আবেগ থাকা পর্যন্তই
আবেগ ফুরোলেই সব নিঃশেষ