প্রিয়তা,ভুলে গেছো কি!
সেই প্রথম চিঠির কথা
প্রেম না বোঝার দিন গুলোতে
স্কুল ড্রেসে দেখেছিলাম যখন
এক রাশ মুগ্ধতা নিয়ে
প্রেমের হাওয়ায় মানস পটের
অনুভুতির আত্মকথা
রংধনুর সাত রঙে সেজেছিল
ডায়েরির রঙিন পৃষ্ঠায়
পৃষ্ঠা জুড়ে ছিল তোমার
অনেক ভাললাগার গল্প
প্রতিটা লাইনের গভীরে
প্রতিটা শব্দে মেখে ছিল
আকাশ ছোয়া মায়া
শেষ লাইনের কিছু কথা ছিল
গোলাপ কলির মধ্য পাতার মত
বসন্ত আসলেই ফুল
না ফোটার মত
কোন এক পিছুডাকে
তোমার বইয়ের কোন ভাজে
ঠাঁই হয়নি প্রথম চিঠির
ছোট্ট বুকে কষ্ট নিয়ে
ফিরে এসেছে আপন কুলে