কখনও ঘুম ভাঙ্গানো পাখি হয়ে
সুরের মুর্ছনা নিয়ে আসোনি তুমি
কখনও হয়নি তোমার সাথে একটি সকাল দেখা
শীতের শিশির ভেজা ঘাসে পা ডুবিয়ে
এক সাথে হাটা হয়নি কখনও
কখনও বেলকোনিতে বসে
পায়ে পা লাগিয়ে খুনসুটিও করা হয়নি
জোনাক ডাকা নিঝুম রাতে
তোমার হাতে হাত রেখে
জোৎসনা মাখা হয়নি কখনও
কোন শরৎের বিকেলে তোমায় নিয়ে কাশফুলের ছন্দে মাতা হয়নি
সুসময়ে-দুঃসময়ে কেটে গেছে কত শত বসন্ত
তোমার আমার বসন্তের আগমন ঘটেনি আজও
একটি রক্ত রাঙ্গা কৃষ্ণচুড়াও আচমকা তোমার খোপায় গুজে দেয়া হয়নি
স্বপ্ন ডানা মেলে স্বপ্নের ভুবনে
কখনও বিচরন করনি তুমি
আমার নীল হারানো মেঘলা আকাশে
সুখের বৃষ্টি হয়ে ঝুম ঝুম ঝরনি তুমি
তোমার দৃষ্টির বৃষ্টিতে কখনও
ভেজানো হয়নি মন উদ্যান
বৈরি হাওয়া ভরা রোদেলা দুপুরের অশান্ত পৃথিবীতে
কখনও হওনি তুমি সুখের পায়রা
ভালবাসার অস্তলগ্নে সন্ধাতারা হয়ে তুমি
উদিত হওনি কখনও
কখনও একটি টকটকে লাল গোলাপ হাতে নিয়ে তোমার সামনে গিয়েও বলা হয়নি
"ভালবাসি তোমায়"