আশ্চর্য এই ধরণিতে
অজুত-লক্ষ-নিযুত-কোটি
সুন্দর আর অসুন্দরের বসবাস
পশু-পাখি,মানব জাতি আর প্রকৃতি
জলের তলে, মাটির নিচে
সব কিছুর জন্ম মৃত্যুকে কাধে নিয়েই
কেউ বিদায় নিবে বাম পকেটে তাজা অভিমান নিয়ে
আবার কেউ প্রকৃতির নিষ্ঠুরতায়
প্রান আছে যার তার মৃত্যু অনিবার্য
কখন,কিভাবে সেটা শুধু সময়ের অপেক্ষা
সময় যত এগিয়ে যায় মরন তত কাছে আসে
পাপ-পুর্ণ্য, পাওয়া-না পাওয়া
হিসেব-নিকেশ থাক না যতই
মরন মানবে না কিছুই কারন মরণ অবধারিত
সব কিছুরই নিজস্ব একটা গন্তব্য রয়েছে
গন্তব্য মুখী হয়ে নিরলস ছুটে চলে
ট্রেন ছুটে যায় স্টেশন মুখী হয়ে
সন্ধার পাখি গুলো ফেরে ঘরমুখী হয়ে
আর জিবন?
জীবন একটা মরণমুখী যানবাহন
যাত্রীর বেশে কিছু স্মৃতির বহর
বিদায় বেলার পর থেকে
যথাযথ প্রতিফলন ঘটবে সেগুলোর
ছোট্ট এই জীবনে
কত আনন্দ কত মধুর বিলাসিতার মুহুর্ত
আর হাজরো অনুকুল-প্রতিকুলতার চিন্হ
তবে নিশ্বাস বন্ধ হলেই ঘোর অন্ধকার
সব কিছুর শেষেই একদিন দাড়ি(।) পড়ে যাবে
জীবন হয় যাবে
আজীবনের জন্য কয়েক পৃষ্ঠার অলিখিত গল্প