শান্তি যদি পেতে চাও
মায়ের কোলে মাথা লুকাও
মায়ের মত কেউ হবে না এই ভবে
মায়ের ভালবাসা বুঝো না কেন তবে!
যে মা দেখিয়েছে তোমায় এই পৃথিবীর মুখ
কাদিও না তাকে, বঞ্চিত করো না সুখ
দশ মাস দশ দিন যন্ত্রণায় কাতরেছে তোমায় পেটে নিয়ে
তবুও সরষে পরিমান কমতি করেনি তোমার যত্নে
যার দেহের সব গুলো হাড় ভেঙে
এ জগতের আলোক-বাতাস লাগিয়েছো গায়ে
সে মাকে করো না অবহেলা,দিও না লাঞ্চনা
কাপিয়ো না আল্লাহর আরশ,হয়ো না জাহান্নামের আবর্জনা
মা নেই যে সন্তানের এ জগৎ জুড়ে
দেখো তার পানে চেয়ে,খেয়েও থাকে অনাহারে
হাজার কাদলে, অসহায়ত্বে ডাকে না কেউ
বলে না কেউ "বাবা আয় মমতা ভরা এই বুকে"