কথা হয় প্রতিদিন
কত কথা হয়
কথার পিঠে কথা দাড়িয়ে
গড়ে উঠে কথার পাহাড়
যার নাম কথোপকথন
ব্যাপ্তিকালে বয়ে যায়
অবুঝ কিছু অনুভূতি

আবেগের কথা হয়
কষ্টের কথা হয়
কথার ভিড়ে কিছু কথা
অবাক লুকিয়ে রই
যেমন তুমি কখনই বলনি
"আমার জন্য একটা কবিতা লিখো"

তবুও আমি লিখে চলেছি
তোমার জন্যই লিখি
কত কাগজ কুটি কুটি করে ছিড়ি
নতুন কাগজের আগমন হয়
কাগজের বুকে শোভা পায়
বুকের মাঝে চেপে থাকা হাহাকার গুলো


ভেজা চোখে কলমের নিব চুয়ে
কখনও রুপকথার গল্প আসে না
আসে না কবিতারাও
মাঝে মাঝে কলমও ভিজে যায়
কিন্তু কলম থেমে যায় না
তোমার জন্যই লিখে যাব কবিতা
কবিতার জন্যই তুমি