এই তো সেদিনের কথা
শৈশবের শুরুতেই
চায়ের কাপে টুপ করে
বিস্কুট ভেঙ্গে পড়ার মত করে
আমিও তার প্রেমে পড়েছিলাম টুপ করে
তার চোখে চোখ রেখে
তার ঠোটে ঠোঁট রেখে
রোজ ভোরে তাকে ছুঁইয়ে
নিজেকে হারিয়ে তার
হাসির গহীনে খুজে নিয়ে
হাজার জনম কাটাবো বলে
রুপকথার গল্প লেখার শুরু
ক্ষনে ক্ষনে মনে মনে
গল্প লেখার কলম গেছে চলে
দুর থেকে বহু দুর
শত শত প্রেমের ফুলকলি
রচিত হলেও
গল্পের রাণী রয়ে গেছে
গল্পের একদম বাইরে
কত শরৎ আর কত বসন্ত
কালাতীত হয়ে গেল
রাণীর গল্পে আবির্ভাব হওয়া হয়ে ওঠেনি
না হওয়া প্রথম প্রেমের কলঙ্ক নিয়ে
বলা "কারো প্রেমে পড়বো না আর "