ততক্ষণে চারপাশ থমথমে
অন্ধকার ঘনিয়ে এসেছে
ঝিঝি পোকারা গান শেষে
ক্লান্ত শরীরে বিশ্রাম নিচ্ছে
নিস্তব্ধ সড়ক ধরে কারো ডাকে
নির্বোধ কোন প্রানীর মত
অস্থিরতা নিয়ে ধাবিত হওয়া
হঠাৎ মাঝ রাস্তায়
আৎকে উঠে থমকে দাঁড়ায়
হতভম্ব হয়ে ভাবতে থাকি
কোথায় যাচ্ছি?
কেন যাচ্ছি?
কার ডাকেই-বা যাচ্ছি!!
সে হয়তো দাড়িয়ে আছে
সড়কের শেষ প্রান্তে
অথবা কোথাও নেই!
দোটানায় পাল না উড়িয়ে
পিছু হাটতে থাকি
কল্পনায় বিভোর হয়ে যায়
সে তো আমার জন্যও
অপেক্ষা করতে পারে!
আমার দোচালা টিনের ঘরে
একটা মোমবাতি জ্বালিয়ে
কল্পনার বাকে বাকে
ঠোঁটের কোনে হাসি ফুটে
অবান্তর উপকথা অবাঞ্ছিত করে
দরজার কপাট খুলে দেখি
কোথাও মোমবাতি নেই
বাপ পাশটায় হাত রাখলেই
বুঝি নিরবতা পালনের
কঠোর কর্মসূচির ডাক