পৃথিবীর প্রান্তর বুকে ছোট্ট একটি দেশ
যে দেশে বিবেকবানের অভাব বেশ
রাস্তা-ঘাটে, খেলার মাঠে, ভোটের মিছিলে
সব খানেই মানুষরূপী হায়নার দেখা মেলে
যাদের কাছে কেউ নিরাপদ নয়
শিশু থেকে শতবর্ষী নারীও ধর্ষিত হয়
ধর্ষিত হয় সমাজ, ধর্ষিত হয় দেশ
ধর্ষনকারির হয় না কিছুই মুক্তি পায় নির্বিশেষ
কে করবে বিচার তাদের আছে এমন কে
ধর্ষন করে যে জনে বিচারপতিই তো সে
রাত পোহালেই খবর আসে
শত বাবা-মা শোকে ভাসে
মেয়ে হারিয়ে তারা শোকে পাথর
বিচারপতিও ধর্ষনকারির কাছে কাতর
হবে না কখনই কাঙ্কিত বিচার
ঘরে ঘরে পয়দা হবে ধর্ষনের টিচার