বৈশাখ এলেই খুলে যায় বৃষ্টিদের বাড়ি
সেই সাথে সুর্য্য আর মেঘেদের আড়ি
বৃষ্টি মানেই যেন শীতলতার ছোয়া
অনুভুত হয় হৃদয়ে আবেগের চাওয়া-পাওয়া
তুমিহীন চাওয়া-পাওয়া রয়ে যায় অপুরণ
শান্ত দুটি চোখ বৃষ্টিকে করে অনুসরণ
রিমঝিম বৃষ্টিতে অশান্ত মন যায় ভিজে যায়
ভেজা মন শুকাবো রোদে তোমার জানালায়
বৃষ্টি ভেজা মিষ্টি রাতে
ভালবাসা ছুটে যায় সেই চেনা আখি পাতে
রিমঝিম বৃষ্টির রিমঝিম শব্দে ঝরা
তুমি নেই, ভালবাসা আত্মহারা
অঝোর বৃষ্টির সুরে শিহরিত হয় প্রান
বৈশাখের কৃষ্ণচুড়া দোলনচাপারা ছড়িয়েছে ঘ্রান
তুমিহীন প্রতিটা দিন একাকিত্বের বসবাস
বৃষ্টির ছোয়ায় ভুলে যায় ফিরে পায় সুবাতাস
ভালবাসা প্রোজ্জ্বল হয়ে থাক প্রজাপতির দৃষ্টিতে
উর্বরতা ফিরে আসুক ভিজে বাসন্তী বৃষ্টিতে