সুবর্ণজয়ন্তীর সন্নিকটে
তবুও স্বাধীনতা দিতে পারেনি
আজও কোন নারীর নিরাপত্তা
পাহাড় থেকে সমতল
শিশু থেকে বৃদ্ধা
ধর্ষণে বিবস্ত্র নারী আত্মা
একাত্তরের রণাঙ্গনে শত
শত নারী দেখেছে নৃশংসতা
নামের আগে যুক্ত খেতাব ধর্ষিতা
জীবন-যৌবন বিনিময়ে অর্জিত স্বাধীনতা
উনপঞ্চাশ বসন্ত পেরিয়েও
নিরাপদ আশ্রয় হয়ে উঠতে পারেনি
সবুজ-শ্যামল স্বাধীন এই দেশ
ভোগ্য পণ্য হয়ে আজ অবধি
ঘরে বাইরে লাঞ্চিত হয় বেশ
তারা কথা রাখেনি কেউ
যারা শুনিয়েছিল নীতিবাক্য
অভিশপ্ত অসভ্যতায় ডুবেছে সম্মান
হে নারী!
ভোরের সুর্য্যদয়ের মত জেগে উঠো
ভয়কে জয় করে বাচতে শিখো
নীতিভ্রষ্ঠ বিবেকের সমাজে তোমাদের
বুক ফাটা আর্তচিৎকার অদৃশ্যই থেকে যাবে