কিছু কথা আধারে
কিছু কথা আলোতে
কিছু কথা অবান্তর
সব কথা বলতে পারিনা
তোর মন খারাপের কারণ হতে চাইনা
মনের কোনে জোৎসনা নেই
ফুল গুলো ঝরে গেছে নির্দ্বিধায়
তৃষ্ণার্থ চোখে চেয়ে থাকি
আড়ালে লুকোচুরি খেলতে পারিনা
তোর মন খারাপের কারণ হতে চাই না
তুমুল বৃষ্টি আর নামে না
আকাশ আর মেঘ জমায় না
জোনাক জ্বলা সন্ধ্যা রাতে
এক সুমুদ্দুর বুকে নিয়ে
অনুভূতির বহিঃপ্রকাশ করতে পারি না
তোর মন খারাপের কারণ হতে চাই না
নীরব চোখে কথা নিয়ে
কখনও পুর্নিমা চাদ হয়ে
কখনও বৃষ্টির ফোটা হয়ে
কখনও বসন্তের হাওয়ায় দুলে
ফিরে আসা হয় না
তোর মন খারাপের কারণ হতে চাই না