তুমি যে পথ ধরে রোজ যেতে
সে পথের এক প্রান্তে
গায়ে চাদর জড়িয়ে
দাঁড়িয়ে ছিলাম আমি
রক্তজবা গুচ্ছ হাতে নিয়ে
তুমি আসবে আর
এক বুক ভয় নিয়ে
কাঁপা কাপা হাতে
প্রতিটা ফুল দিয়ে
বলব "একটু বেশিই ভালবাসি"
হ্যা অথবা না বলার আগেই
তোমার থেকে পালিয়ে যাব
দীর্ঘ ব্যাপ্তি কেটে গেলেও
সেদিন তুমি আসনি
আমি বিশ্বাস হারায়নি
তুমি আসবেই
আর আমি ভালবাসি বলবই
প্রখর রোদে ফুল গেল শুকিয়ে
সন্ধে নেমে এলো নিরবে
কিন্তু তুমি এলে না
কি জানি!
হয়তো আগেই জেনে গেছিলে
আমি ওখানে থাকবো