তামসী, এ হৃদয়ের দীপান্বয়ের ভীড়ে
একটি আঁধার দেখায়েছো কেনো মোরে?
প্রেম বিহানে মম অধরে
যেই বাঁশিটা বাজিতো গোপন সুরে
সেই বাঁশিটা ব্যথার পাবকে দিয়েছো কেনো পুড়ায়ে?
হরিণী চোখের যেই পাখিটা পুষেছিনু অন্তঃপুরে
পিঞ্জর ভেঙ্গে সেই পাখিটা দিয়েছো কেনো উড়ায়ে?
আধরাতে যেই নীলিমা জাগিতো মোর অম্বরে
তাহার রঁজন ঘোচায়েছো কেনো বারিদের অন্ধকারে?
মন বাগিচায় ফুটেছিলে মোর পুষ্পরাণী হয়ে,
তব সুবাসে আবেশিত করে গিয়েছিলে কেনো ঝরে?
তামসী, হারিয়ে যদি যাবেই অগোচরে,
উষসী হয়ে এসেছিলে কেনো মোর মেঘবৎ নজরে?