বৃষ্টি যখন নামছে অঝোরে—
অনিল বইছে— বুকের পাঁজরে,
কাকে যেনো আজ পড়ছে মনে—
রজনীর এই সিক্ত ক্ষণে।
বাদল ধারার নিরলস জলে—
আমায় নিয়ে ভিজবে বলে—
দিয়েছিলো সে বাগদান।
হয়নি ভেজা—
হয়নিকো আর বারিদের জলে স্নান,
জানিনা কোথায়, কোন প্রদেশে—
করেছে সে প্রস্থান।
তবুও আজো প্রহর গুনি,
তাঁকে নিয়ে স্বপ্ন বুনি;
আসবে সে চাতক— আমার কাননে—
কোনো এক ভারী বর্ষা দিনে।
সেদিন মোরা ভিজবো দুজনে—
মেঘের সলিলে আনমনে।