চেয়ে দেখি অমানিশার বিধুহীনা অঁচলে,
নীহারিকা জ্বলে সেথা— সুভ্রের আদলে।
আমি জ্বলি ধরিত্রীর— নিরংশু স্থলে—
যাতনার অমর্ষ— নীলাভ অনলে।
সেই আভা অগোচর, জ্বলে শুধু নিভৃতে,
দহে মন— ব্যথা, ক্ষোভ, ক্লেশ আর গ্লানিতে।
জোনাকিরা ধেয়ে আসে— আমার সকাশে
এসে বলে; 'কেনো তোমার অশ্রু বর্ষে?'
আমি বলি; 'সে তো এক প্রণয়ের অভিঘাত,
বেদনা করছে মনে নীলের প্রপাত'
ওরা বলে—
'কি আর হবে জ্বলে পুড়ে? ঝেড়ে ফ্যালো এই লীলা,
পৃথিবীতে প্রেম নামে— সবইযে নীলের খ্যালা'
আমি বলি— 'সে তো জানি, তবু আমি নিরুপায়,
আমার পৃথিবী গড়া— তাঁহার অভিধায়'
জোনাকিরা চলে যায়, আর হেঁসে হেঁসে বলে—
'এই নর পড়েছে পাগলের দলে'
একা আমি বসে আছি; যাতনার মোহে,
যামিনীও বিষণ্ণ আজ— চন্দ্রবিরহে।