ঘূর্ণন।
এক উদ্দেশ্যেহীন ঘূর্ণিপাকে,
নরক যন্ত্রণাতেও শুনতে পাই কিন্নরকন্ঠ
কোন অবিনাশী পাখিরা মগ্ন রাখে অহর্নিশ।
অর্কেস্ট্রা বাজিয়ে দংশন করে যে বৃশ্চিকরা
তা আমার পরিচিত
যেনো কোনো রক্তঋণের আশায়।
দেনাপাওনার প্রেমের গ্রন্থে
মৃতপ্রায় আজ অবনীল অনুভূতিগুলো ।
আমার স্বরতন্ত্রী কেড়ে নিয়েছে বিবর্ণ বিকেল
আর চোখগুলো সন্ধ্যা।
দুচোখ ভিন্ন ।
একচোখে বাস করে তৃণভোজী হরিণ, অপরচোখে হায়েনা।
রাত বাড়ে, ক্রমাগত বাড়ে জ্বর
একচোখ হত্যা করে অপর চোখকে।
আমি পারি না নিষ্ঠুরতা থামাতে ,
কেননা
আমার আয়ু নিয়ে গেছে উড়ন্ত কালো কাক!