কোনো এক মৌন ইশারাতে
মাতাল হয়ে ওঠে পূবালী হাওয়া।
ভবিষ্যতের গর্ভ থেকে জন্মানো
পুষ্পের হাল ধরে আগন্তুক এক নাবিক।
কপটতায় তার হাতে ধরে রাখা মৃতদেহতে ,
শেলাই করে যায় হাওয়া-
সৃষ্টি করে অদ্ভুত মায়ার ইন্দ্রজাল!
এভাবে একসময়
বেদনার দুঃসহ পীড়ন দুঃখ হয়ে যায়
কানে শুনতে পাওয়া যায় অরণ্যের তরুমর্মর
স্তব্ধচিত্ত। যেনো কোনো পরিচিত জোনাকি
মৃদুহেসে বলে প্রেমগুঞ্জন ।
অথচ বিভ্রম মনে হয়।
তবুও উৎসব হোক প্রদীপ জ্বেলে,
ভাবি
যাক না পদ্মার জল হয়ে অশ্রু।
ফুটুক না পদ্ম হয়ে,
শুলবিদ্ধ হয়ে পড়ে থাকা যাক আদিম দুঃসাহস নিয়ে!