ইরাবতী
বুকের উষ্ণ স্পন্দন বাড়ছে হাঁসের মতো।
দেখো,
সারল্যকে সঙ্গী মনে করে
বারংবার ছুটে চলেছি রঙিন প্রজাপতির দিকে।
আবার কখনো প্রলাপ বকতে বকতে
লালসার রঙ মেখে হারাচ্ছি বিস্তীর্ণ কুয়াশায়।
অথচ নিজেকে স্বান্তনা দেই এই বলে
রয়েছি দূর ফ্লোরেন্সের বাগিচায়।
ইরাবতী
আমার বেদনাগুলো মুছে যাবে-
আক্রোশ ছেড়ে আসে যদি শক্ত আলিঙ্গন
ভালোবাসার গায়ে জন্ম নেয় যদি তীব্র বেলি ফুলের সুবাস।
বিজ্ঞাপন লেখেছি
তোমার রূপের খাঁচায় বন্দী চন্দ্রকণা
বাড়িয়ে দিচ্ছে আজ আত্মহণণের আবৃত্তি।
আর নির্বোধের মতো
আকাশকে সৃষ্টি করেছি স্মৃতিরুপে।
ইরাবতী,
আমি কি সত্যিই হারিয়ে যাবো?
উত্তাল হবে না প্রেমের স্পন্দিত নদী ?
সত্যি বলছি
তোমার চুল থেকে এখনো কর্পূরের মতো গন্ধ পাই
যার সম্মোহনী ক্ষমতা প্রবল।
রৌদ্রদগ্ধ মনে আসে মৃদু হাওয়া।
আর চোখ?
চোখগুলো তো এক ভাসমান মেঘ।
ইরাবতী,
ভালোবাসি বলো।
খরাময় হৃদয়ে দাও অনাবৃষ্টির ছোঁয়া।
নয়তো হারিয়ে যাবো একসময়
চোখের দিকে তাকিয়ে এক অসীম শূন্যতায়।