শাশ্বত প্রেম নেই!
বুনো উল্লাসে পোকা ধরেছে সভ্যতার হার্টে
অথচ সেখানে থাকার কথা ছিল শ্বেতশুভ্র ম্যাগনোলিয়া।
চাতককে শিকলে বন্দি করে
প্রতিনিয়ত চলে সূর্য লুটের গান।
বুকে থাকে কৃষ্ণপক্ষ, মস্তিষ্কে নির্লিপ্ততার এমব্রয়ডারি।
আর নয়
এবার নেমেসিস হোক নতুনের লক্ষ্যে
নশ্বর চেতনা প্যাথেড্রিন হওয়ার আগেই
চে' হওয়া যাক।
যদিও শিং মাছের বিষ আছে বিপরীতে।
প্রেমিকরা-
চে' এরও ছিলো চিচিনা,
যেমন আগ্নেয়গিরিতে চেরি ব্লসমের মতো।
সেভাবেই হোক প্রেম বিপ্লব
ল্যান্সলট-গুনিভেয়ার, ত্রিস্তান-ইসলদে কিংবা অরফিয়াস- ইউরিডাইস হোক আধুনিকতায়।
সৃষ্টির উপাখ্যানে আসুক আবারো ' লাভার্স অব ভালদারো'!