এক বিস্ফোরিত চোখ
ছিঁড়ে নিয়ে যায় আমার শিল্পিত বুক।
যে চোখ রুক্ষতাতেও ফোঁটায় প্রেম
সেই চক্ষুদ্বয় আজ অসহায়,
হতে চায় যেন উম্মীলিত মেঘছায়া ।
প্রতিশ্রুতি যেন হয়ে আছে এক পালক
সেই পাপড়ির মতো পালকে
প্রতিনিয়ত ঠুকরে যায় অসহনীয় স্মৃতি
ক্লান্ত হই।
উপায়ান্তর না দেখে আলিঙ্গন করি কুহুকীনিকে।
আমার বেদনা দেখে
মেঘ তুমুল বৃষ্টি ঝরায়। তীব্র বৃষ্টি।
বৃষ্টিতে
অন্ধ হয়ে যায় যে পাখি
তাকেও ধরে রাখতে চায় শারদ রোদ্দুর।
শুধু আমিই কেবল তলিয়ে যাচ্ছি।
শুধু আমিই!