একটা কবিতার পান্ডুলিপি –
ভালোবাসার স্পর্শে মোড়া–
বিনিময়ে কী চাও ?
একটি তাজা গোলাপের পাপড়ি?
একমুঠো বিবর্ণ বিকেল?
এক চিলতে জ্যোৎস্না ভরা সন্ধ্যা কিংবা তারায় ভরা ভোরের আকাশ?
কুয়াশাচ্ছন্ন শীতের সকাল?
অথবা ভিজে মাটির গন্ধ?
নাকি অলসতার চাদরে মোড়া এক প্রহর অবকাশ?
জানি, কবিতার একটি বর্ণের মূল্য দেওয়ার সাধ্য আমার নেই।
তবুও...
চাইবো তোমার কাছে।
কয়েকটি শব্দগুচ্ছই তো মাত্র—
একান্ত নিজের করে–
হোক সে নিতান্তই অর্থহীন;
দেবে–আমায়?
শুধু একটি কবিতা;
একটি কবিতার পান্ডুলিপি।