আমার তখন তীব্র বিষাদ চার দেয়ালের বন্দী কোণে–
তোমার চোখেও জল জমেছে হাজার তারার মধ্যখানে!
বিরান পথের সঙ্গী হয়েও হয়নি কথা প্রাণটি খুলে
পথেই নেশায় ঘোর কেটেছে, চোখের পানে চাওনি ভুলে।
তোমার কথার তীব্র স্রোতে মুখ লুকিয়ে চুপটি থাকা–
হয়নি বলা হাসির ছলেও বুকের জমা গোপন ব্যথা।
কথার জোয়ার উছলে কভু যায়নি ভেসে উজান টানে,
ভাবছি মিছেই তোমার দু'চোখ চোখের ভাষা পড়তে জানে।

আবার কখন উষার আগুন তিক্ত দাহে রঙ ছড়াবে!
আবার তখন চোখের কাজল মনের ভেতর ঢেউ তোলাবে,
আবার সুখের আসবে প্রভাত, বাজবে সুরে অরুণ-বীণা,
আবার তখন জাগবে ভোরে চোখের তারার দূর্ঘটনা।