ছিলো বুক জুড়ে কত স্বপ্ন, ছিলো দুই চোখ ভরা উচ্ছ্বাস
ছিলো উড়োখাম ভরা গল্প, ছিলো বাঁচতে শেখার আশ্বাস,
ছিলো নির্বাক কিছু দৃষ্টি, ছিলো সংলাপ মাখা ক্যানভাস
ছিলো প্রেমিকার ঘন নিঃশ্বাস, ছিলো ভালোবাসা– ছিলো বিশ্বাস।
ছিলো গোধুলী মাখা সন্ধ্যা, ছিলো তপ্ত দুপুর রোদ্দুর
ছিলো পথ হেঁটে চলা–বন্ধুর, ছিলো কাব্য লেখা–মেঘদূত;
কাঁটাতারে আজ ভরে গেছে সেই চেনা শহরের বুক।
আজ ক্ষয়ে গেছে যত ভালোবাসার রং
বুক জুড়ে শুধু হাহাকার;
বিধ্বস্ত এ নগরীতে আজ কেউ কারও নয়।
আজ নিভে গেছে যত ল্যাম্পপোস্ট
কত মুছে গেছে স্মৃতিচিহ্ন —
শুধু ছেয়ে আছে ঘন কালোমেঘ
আর দমকা হাওয়ার ঝাপটা।
আজ ছাই হয়ে গেছে স্বপ্ন—
থেমে গেছে কত-শত কলরব,
ডায়েরীর ভাজে তাঁজা ফুল গেছে শুকিয়ে কতকাল...।