গোধুলির নরম আলোয় আবার আমরা একসাথে পথ হাঁটবো—
ফুটপাত, রেললাইন বা পার্কের প্রাচীর ঘেষে;
চায়ের টঙে আমাদের আড্ডা আবার জমে উঠবে।
কোন এক পূর্ণিমাতে আমরা আবার একসাথে চাঁদ দেখবো—
জ্যোৎস্নার প্লাবনে আবার ভেসে যাবে পুরো শহর—
মুছে যাবে মৃত্যুপুরীর গন্ধ।
ততদিনে হয়তো বহু তারা খসে গেছে...