আমার আঁধার রাতের ঘোর,
তোমার তারায় আঁকা ভোর;
আছড়ে ফেলে ঝড়ের দাপট– মরুর বালুচর।
আমার ক্লান্তিভরা প্রাণ,
তোমার অলস সুরের তান;
থমকে দাঁড়ায় প্রভাত ফেরী– মিছিলের শ্লোগান।