সহস্র বছর ধরে তোমাকে দেখি না;
শ্রাবণের বর্ষাধারা শেষ হয়–
পঞ্চমীর চাঁদ ধীরে ধীরে ক্ষয়ে যায়–
বর্ষা শেষে শরৎ, শরৎ শেষে হেমন্ত, বসন্ত;
বসন্তের পরে আবার বসন্ত...
মহাকাল বাসি হয়, পেরিয়ে যায় বছরের পর বছর–
যুগের পর যুগ;
আরও সহস্র বছর গত হয়– তোমাকে না দেখার আক্ষেপে।