আষাঢ়ের গগণে
ঘুড়ে ফিরে ব্যথাতুর মনে
আর কেঁদে উঠে ক্ষণে ক্ষণে
মেঘের দলগুলি।
দিগন্তের ওপারে
খোঁজে তার সঙ্গীনীটারে
না পেয়ে অঝর কান্না করে
প্রকাশ করে মনের দুঃখের ঝুলি।
গলা চিড়ে যায় তার
তবুও সঙ্গীনীকে ডাকে,
কোনো সাড়া না পেয়ে
ঘুড়ে বেড়ায় নদীর বাঁকে।
নীল শাড়ি ভরে যায়
কালো কাদার ঝাকে।
অবশেষে বসে কান্না করে
সাদা মেঘের দলগুলি;
দুঃখের ভাড়ে উঠে ফুলি
বলে তাদের স্মৃতির ঝুলি,
তাই সারাদিন অঝর বৃষ্টি ঝরে।