তুমি এসেছো নবীন বধূ হয়ে,
আম,জাম,কাঠাল সাথে নিয়ে;
তুমি মোর একতারার সুর,ঢোলের শব্দ,
তোমায় দিয়ে শুরু করবই বঙ্গাব্দ।
তুমি বাংলার কাঁসের তৈরী পেলা,
তুমি আসলেই শুরু হয়, বৈশাখী মেলা;
উৎসবে,আলোড়নে,অপেক্ষায়,আবেগে--
হে বৈশাখ! তুমি মুছে দাও পাপ সবার আগে।
তুমি এসেছো অপরূপ সাজে,
আবির্ভাব তোমার রূপসী বাংলায়;
আগাম জানান দিয়ে প্রতিভার কাজে,
পূর্ণতা দাও,হাজার প্রাণের বিরাণ আঙ্গিনায়।
মিষ্টি তোমার হাওয়া,মিষ্টি তোমার গন্ধ,
তুমি বধূর পায়ের আঘাতে ঢেঁকি ঘরের ছন্দ;
তুমি এসেছো চৈত্রের কাটফাটা রৌদ্রের পর,
কিছুদিন গেলে শুরু করবে কাল-বৈশাখীর ঝড়।
রচনাকাল- ১০ এপ্রিল,২০০৮
ঢাকা