এই আমার দেশ
                 সোনার বাংলাদেশ।
  গাছে গাছে ঘুড়ে বেড়ায় দল বেঁধে পাখি,
  তখন তুমি দেখতে পাবে,খোল যদি আখি।
    জেলে ধরে মাছ,কাটে না কেউ গাছ,
             আহা! কত সুন্দর পৃথিবী।
           আসে যদি কেউ এই দেশে,
এক পলক দেখলে সবাই দেশকে ভালবাসে।
     ধান ক্ষেত,মটরশুটি আর আছে কলাই
সোনার দেশের, সোনার মাটিতে,সোনার ফসল ফলাই;
              আমার  দেশে তুমি যাবে?
            সুন্দর প্রকৃতি দেখতে পাবে!
                এই তো আমার দেশ
                 সোনার বাংলাদেশ।


রচনাকাল ২০০৯ খ্রীঃ
ঢাকা